হজে যেতে আবেদন করেছেন এমন যাত্রীদের মধ্যে যাদের বয়স ৬৫’র বেশি তারা হজে যেতে পারবেন না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার (১১ মে) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ধর্ম-প্রতিমন্ত্রী বলেন, ‘যারা আবেদন করেছেন তাদের মধ্যে ১০ হাজার মানুষের বয়স ৬৫ বছরের বেশি। তারা হজে যেতে পারবেন না।’
তিনি জানান, প্যাকেজ (১) এর আওতায় সরকারিভাবে হজ যাত্রার খরচ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ (২) এর আওতায় খরচ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা।
তিনি আরও জানান, এবার মোট ৫৭ হাজার ৫৮৫ জন হজে যাচ্ছেন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার জন এবং বেসরকারিভাবে যাবেন ৫৩ হাজার ৫৮৫ জন।