English

27 C
Dhaka
রবিবার, এপ্রিল ৬, ২০২৫
- Advertisement -

সারা দে‌শে এবাদত ব‌ন্দে‌গি‌তে প‌বিত্র শ‌বে বরাত পালিত

- Advertisements -

নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জি‌কির ও দোয়া- মোনাজা‌তের মধ‌্যে দি‌য়ে রাজধানীসহ সারা দে‌শে পা‌লিত হয়েছে প‌বিত্র শ‌বে বরাত।

শুক্রবার (১৮ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের প্রত্যেকটি মসজিদে এবাদত-বন্দেগিতে কাটিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বয়োবৃদ্ধ থেকে শুরু করে শিশু-কিশোররাও মসজিদে মসজিদে ইবাদতে অংশ নিয়েছেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররমে এশার নামাজের আগ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি বাড়তে থাকে। রাতের সঙ্গে মসজিদে মুসল্লির সংখ্যাও বেড়েছে। এদের অনেকেই ফজর নামাজ পর্যন্ত এবাদতের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে মসজিদটিতে  এসেছেন।

পবিত্র এই রজনীতে মহান আল্লাহ ও তার প্রিয় হাবিববের সন্তুষ্টির জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা এবাদত বন্দেগিতে মশগুল থেকেছেন। কেউ নফল নামাজে, কেউ কেউ করেছেন কোরআন তেলাওয়াত ও জিকির আজকার। এভাবে এবাদত বন্দেগিতে রাত পার করেছেন তারা।

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে বায়তুল মোকাররমে বাদ মাগরিব থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। বাদ মাগরিব থেকে ওয়াজ মাহফিল শুরু হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন