মহানবী (সা.)-এর জন্মদিন উদযাপন উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুলের মসজিদগুলোতে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ অক্টোবর) মাগরিবের পর থেকে আলোচনাসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়।
তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইস্তাম্বুলের মসজিদগুলো বিশেষত আল-ফাতিহ মসজিদ, সুলতান আইউব মসজিদ, সুলেমানিয়া মসজিদ, গ্র্যান্ড ক্যামলিকা মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক মসজিদে উৎসবমুখর পরিবেশে এসব আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজনের মধ্যে ছিল, পবিত্র কোরআন তিলাওয়াত, ইসলামী বিশেষজ্ঞদের মাধ্যমে আলোচনা ও দোয়া অনুষ্ঠান।