চাঁদপুরের ৪০টি গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে উৎসবমুখর পরিবেশে আগাম ঈদুল আযহা উদযাপিত হয়েছে। হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফে সকাল সাড়ে ৯টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে ইমামতি করেন পীরে কামেল মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী। এসময় শতাধিক মুসল্লী ঈদের জামাতে অংশ নেয়।
পরে ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। হাজিগঞ্জ, ফরিদগঞ্জ ,মতলব, কচুয়া ও শাহারাস্তি উপজেলার প্রায় ৪০টি গ্রামে আগাম ঈদ উদযাপিত হচ্ছে। নামাজ শেষে দেশের শান্তি কামনায় মোনাজাত পালন করা হয়।