আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা তাওবা, মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
৩৬. নিশ্চয় আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর নিকট মাস গণনায় বারটি, এর মধ্যে বিশেষরূপে চারটি মাস হচ্ছে সম্মানিত। এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম। অতএব, তোমরা এ মাসগুলোতে (ধর্মের বিরুদ্ধাচরণ করে) নিজেদের ক্ষতি সাধন কর না, আর মুশরিকদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ কর, যেমন তারা তোমাদের বিরুদ্ধে সকলে একযোগে যুদ্ধ করে। আর জেনে রেখ যে, আল্লাহ মুত্তাকীদের সাথে রয়েছেন।
আল হাদিস
মিথ্যা ও মনগড়া হাদীস বর্ণনার ভয়াবহ পরিণাম
আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি জেনে-বুঝে স্বেচ্ছায় আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন তার বাসস্থান দোযখে ঠিক করে নেয়।
(বুখারী-কিতাবুল ইল্ম)
মুগীরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (সা)-কে বলতে শুনেছি, “আমার উপর মিথ্যা আরোপ করা তোমাদের কারো উপর মিথ্যা আরোপ করার মতো নয়। যে ব্যক্তি স্বেচ্ছায় জেনে-বুঝে আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন তার আবাসস্থল জাহান্নামে ঠিক করে নেয়।“
(বুখারী-কিতাবুল জানায়িয)