আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম:
সূরা তাওবা
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
১২. আর যদি তারা অঙ্গীকার করার পর নিজেদের শপথগুলিকে ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্পর্কে কটুক্তি করে, তাহলে কাফের নেতাদের বিরুদ্ধে যুদ্ধ কর, কারণ তাদের সাথে কোন শপথ নেই, যাতে তারা ফিরে আসে।
১৩. তোমরা কি সেই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না? যারা নিজেদের শপথ ভঙ্গ করেছে এবং রাসূলকে (দেশ থেকে) বের করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং তারাই তোমাদের বিরুদ্ধে প্রথম আক্রমণ করেছে, তোমরা কি তাদেরকে ভয় করছ? বস্তুত আল্লাহকে তোমাদের ভয় করা উচিত, যদি তোমরা মুমিন হয়ে থাক।
নিয়তের উপরই কর্মফল নির্ভর করে
উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন: “সব কাজই নিয়তের উপর নির্ভর করে। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। অতএব, যার হিজরত দুনিয়া লাভের আশায় বা কোন মেয়েকে বিয়ে করার নিয়তে হয়েছে, তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে।”
[বুখারী: ১, মুসলিম: ১৯০৭]