আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম:
সূরা নিসা, মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১৭৬; রুকূ : ২৪
১১০. এবং যে কেউ দুষ্কর্ম করে অথবা নিজ জীবনের প্রতি অত্যাচার করে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থী হয়, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় দেখতে পাবে।
১১১. এবং যে কেউ পাপ করলে সে তা নিজের ক্ষতির জন্যই করে এবং আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়।
১১২. আর যে কেউ অপরাধ অথবা পাপ অর্জন করে, অতঃপর নিরপরাধের প্রতি অপবাদ আরোপ করে, তাহলে সে নিজেই সেই অপবাদ ও প্রকাশ্য পাপ বহন করবে।
আল হাদিস
কেয়ামতের পূর্বে ফেৎনা বৃষ্টি ফোটার ন্যায় প্রকাশিত হবে
ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একদা মদীনার টিলাসমূহের মধ্যে কোন একটি টিলার উপর আরোহন করে বললেন: আমি যা দেখছি, তোমরা কি তা দেখছো? (সাহাবাগণ) বললেন: না। তিনি বললেন: আমি তোমাদের ঘরসমূহে ফেৎনা বৃষ্টির ফোঁটার ন্যায় পতিত হতে দেখছি। [বুখারী: ২১/৪৫০, কিতাবুল ফিতান, বাব- কাওলুন নবী ওয়াইলুন লিল আরব।]