বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল কোরআন
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৬৯. তোমরা কি এতে বিস্মিত হচ্ছ যে, তোমাদেরই এক ব্যক্তির প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে উপদেশ এসেছে? তোমরা সেই অবস্থার কথা স্মরণ কর যখন নূহ সম্প্রদায়ের পর আল্লাহ তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে দৈহিক গঠনে অধিক শক্তিশালী ও বলিষ্ঠ করেছেন। তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, হয়তো তোমরা সফলকাম হবে।
আল হাদিস
প্রস্রাব-পায়খানার সময় কিবলার দিকে মুখ ও পিঠ না রাখা
১৪৮। আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন, তোমরা যখন পায়খানা ও প্রস্রাব করতে যাও, তখন কিবলার দিকে মুখ ও পিঠ দিয়ে বসো না। বরং পূর্ব কিংবা পশ্চিম দিকে রোখ করে বসবে। আবু আইয়ুব (রা) বলেন, যখন আমরা সিরিয়ায় গেলাম, তখন সেখানকার পায়খানাগুলো দেখলাম কিবলামুখো করে তৈরি করা হয়েছে। আমরা অপারগ হয়ে সেখানে প্রাকৃতিক প্রায়োজন মিটাতাম এবং মহান রাব্বুল আলামীনের দরবারে ক্ষমা চাইতাম। (বুখারী-কিতাবুস সালাত)
সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৬৯. তোমরা কি এতে বিস্মিত হচ্ছ যে, তোমাদেরই এক ব্যক্তির প্রতি তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে উপদেশ এসেছে? তোমরা সেই অবস্থার কথা স্মরণ কর যখন নূহ সম্প্রদায়ের পর আল্লাহ তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে দৈহিক গঠনে অধিক শক্তিশালী ও বলিষ্ঠ করেছেন। তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, হয়তো তোমরা সফলকাম হবে।
আল হাদিস
প্রস্রাব-পায়খানার সময় কিবলার দিকে মুখ ও পিঠ না রাখা
১৪৮। আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন, তোমরা যখন পায়খানা ও প্রস্রাব করতে যাও, তখন কিবলার দিকে মুখ ও পিঠ দিয়ে বসো না। বরং পূর্ব কিংবা পশ্চিম দিকে রোখ করে বসবে। আবু আইয়ুব (রা) বলেন, যখন আমরা সিরিয়ায় গেলাম, তখন সেখানকার পায়খানাগুলো দেখলাম কিবলামুখো করে তৈরি করা হয়েছে। আমরা অপারগ হয়ে সেখানে প্রাকৃতিক প্রায়োজন মিটাতাম এবং মহান রাব্বুল আলামীনের দরবারে ক্ষমা চাইতাম। (বুখারী-কিতাবুস সালাত)