সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার, ২ মে দেশটিতে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। আজ রোববার, ১ মে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ ঘোষণা দিয়েছে বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, তারা জ্যোতির্বিদ্যার চিত্রের কৌশল ব্যবহার করে শাওয়াল মাসের অর্ধচন্দ্র দেখতে সক্ষম হয়েছেন। তবে ধুলিময় আবহাওয়ার কারণে খালি চোখে চাঁদ দেখা যায়নি।
খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের অ্যাস্ট্রোনমিক্যাল সিল অবজারভেটরি থেকে স্থানীয় সময় বিকেল ৩টা ১০ মিনিটে চাঁদ দেখা যায়। সূর্য থেকে চাঁদের দূরত্ব ৬ দশমিক ৫ ডিগ্রি।
অবশ্য সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে কমিটি। সেখানে তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত হতে তা চূড়ান্ত হিসেবে ঘোষণা করা হবে।