আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৫৭. অতএব, তোমরা যদি তাদেরকে যুদ্ধের ময়দানে আয়ত্তে আনতে পার তাহলে তাদেরকে তাদের পিছনে যারা রয়েছে তাদের হতে বিচ্ছিন্ন করে এমনভাবে শায়েস্তা কর যাতে তারা শিক্ষা পায়।
৫৮. (হে নবী!) তুমি যদি কোন সম্প্রদায়ের বিশ্বাস ভঙ্গের আশঙ্কা কর, তাহলে তোমার চুক্তিকেও প্রকাশ্যভাবে তাদের সামনে নিক্ষেপ করবে; নিশ্চয় আল্লাহ বিশ্বাস ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না।
৫৯. যারা কাফের তারা (বদর প্রান্তরে প্রাণ বাঁচাতে পেরে) যেন মনে না করে যে, তারা মুক্তি পেয়েছে, তারা মুমিনদেরকে অক্ষম করতে পারবে না।
আল হাদিস
রাসূল (সা)-এর প্রতি ভালবাসা পোষণ ঈমানের অংশ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “ঐ সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ! তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হয় না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও তার সন্তানের চেয়েও প্রিয়তর হই।”
[বুখারী: ১৪]