আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম:সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৪৭. তোমরা তাদের মতো হয়ো না যারা অহংকার ও লোক দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বের হয় এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে। তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে রয়েছেন।
৪৮. স্মরণ কর, যখন শয়তান তাদের কাজকর্মকে তাদের দৃষ্টিতে খুব আকর্ষণীয় করে দেখাচ্ছিল এবং সে বলেছিল, ‘কোন মানুষই আজ তোমাদের উপর বিজয় লাভ করতে পারবে না, আর আমি (সাহায্যার্থে) তোমাদের নিকটই থাকবে।’ কিন্তু যখন উভয় বাহিনীর সামনা-সামনি হল তখন সে অতি দ্রুত পায়ে পেছন দিকে সরে পড়ল এবং বলল, ‘আমি তোমাদের বিষয়ে দায়িত্বমুক্ত, আমি যা দেখছি তোমরা তা দেখছ না, আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ শাস্তিদানে খুবই কঠোর।’
আল হাদিস
যদি কেউ ভুলবশতঃ পাঁচ রাকা’আত আদায় করে
আব্দুল্লাহ্ বিন মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: একবার রাসূলে কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যোহরের সালাত পাঁচ রাকা’আত আদায় করলেন, ফলে তাঁকে জিজ্ঞেস করা হলো সালাতে কি (রাকা’আত) বৃদ্ধি করা হয়েছে? তিনি বললেন: “এ কথা কেন?” তদুত্তরে বর্ণনাকারী বলেন: আপনি পাঁচ রাকা’আত আদায় করেছেন। এরপর তিনি সালাতের সালাম ফিরানোর পর দু’টি সিজদা করে নিলেন।
[বুখারী: ১২২৬]