আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৭৫. আর যারা এর পরে ঈমান এনেছে ও হিজরত করেছে এবং তোমাদের সাথে একত্রে জিহাদ করেছে, তারা তোমাদেরই অন্তর্ভুক্ত, আল্লাহর বিধানে আত্মীয়গণ একে অন্যের অপেক্ষা বেশি হকদার, নিঃসন্দেহে আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে ভালরূপে অবহিত।
আল হাদিস
সালাতে কাতার সোজা করা সালাত পূর্ণাঙ্গরূপে কায়েম করার অন্তর্ভুক্ত
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের সালাতের কাতারগুলো সোজা ও সমান্তরাল কর। কেননা, কাতার সোজা করা সালাত পূর্ণাঙ্গরূপে আদায় করার অন্তর্ভুক্ত।”
[বুখারী: ৭৩৩, মুসলিম: ৪৩৩]
বুখারীর অপর বর্ণনায় আছে: “কেননা, কাতার সোজা করা সালাত কায়েম করার অন্তর্ভুক্ত।