English

24 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫
- Advertisement -

সাংবাদিক ইলিয়াস হোসাইন নতুনধরা গ্রুপ-ট্রাব অ্যাওয়ার্ড ২০২৪ এ ভূষিত

- Advertisements -

সালাম মাহমুদ: অনুসন্ধানী সাংবাদিকতায় টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কর্তৃক ৩৪তম নতুনধরা গ্রুপ-ট্রাব অ্যাওয়ার্ড ২০২৪-এ ভূষিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক ইলিয়াস হোসাইন।

গত ৩০ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ-ট্রাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বিচারপতি মাহমুদ ফয়সাল ফয়েজী ও বরেণ্য সাংবাদিক শফিক রেহমান এ অ্যাওয়ার্ড প্রদান করেন। দেশের বাইরে অবস্থান করায় ট্রাবের পুরষ্কার সশরীরে উপস্থিত হয়ে পুরষ্কার গ্রহণ করতে পারেননি ইলিয়াস হোসাইন।

তার পক্ষে ‘সম্মাননার’ ক্রেস্ট গ্রহণ করেন ইলিয়াস হোসাইনের ভাই আল আমিন হোসাইন। অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় বরেণ্য সাংবাদিক শফিক রেহমান, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার এনটিভি’র পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদকে।

অন্যান্য বিভাগে চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম, চিত্রনায়িকা রোজিনা, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, ফেরদৌস ওয়াহিদ, সঙ্গীত পরিচালক ইথুন বাবু, সঙ্গীতশিল্পী মৌসুমী, চিত্রনায়ক আব্দুর নূর সজল, চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি, শিল্পোদ্যোক্তা ড. মোঃ সাদী-উজ-জামান, ড. আব্দুল্লাহেল বারী, নাছির ইউ মাহমুদ সহ বেশ কয়েকজনকে নতুনধরা গ্রুপ ট্রাব অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।

সাংবাদিক ইলিয়াস হোসাইন একুশে টেলিভিশনে অনুসন্ধানীমূলক অনুষ্ঠান ‘একুশের চোখ’-এর উপস্থাপক হিসেবেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরই ধারবাহিকতায় তিনি অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ করেন, এবং বিপুল প্রশংসিত হন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন