English

13 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১০, ২০২৫
- Advertisement -

সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে গাঙচিলের শোক

- Advertisements -

দৈনিক দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিবের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে গাঙচিল সাংবাদিক ফোরাম।

শুক্রবার (২৯ জুলাই) এক শোকবার্তায় গাঙচিলের সভাপতি নাসিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় অমিত হাবিবের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

অমিত হাবিব ১৯৮৭ সালে খবর গ্রুপ অব পাবলিকেশন্সে রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। একই সঙ্গে কাজ করেছেন সাব-এডিটর হিসেবে। পরে সাপ্তাহিক পূর্বাভাস পত্রিকায় সাব-এডিটর পদে যোগ দেন।

পূর্বাভাস ছেড়ে ১৯৯১ সালে দৈনিক আজকের কাগজ এর সিনিয়র সাব-এডিটর হিসবে যোগ দেন। একই বছর আজকের কাগজের চাকরি ছেড়ে যোগ দেন দৈনিক ভোরের কাগজে।

ভোরের কাগজ এর সিনিয়র সাব-এডিটর পদ থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম বার্তা সম্পাদক ও পরে বার্তা সম্পাদক পদে নিযুক্ত হন।

ভোরের কাগজ ছেড়ে ২০০৩ সালে অমিত হাবিব দৈনিক যায়যায়দিনের প্রধান বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন।

২০০৭ সালে দেশে সাংবাদিকতার পাট চুকিয়ে চীনের আন্তর্জাতিক বেতারে ‘বিদেশি বিশেষজ্ঞ’ হিসেবে বেইজিংয়ে যোগদান করেন। পরে দেশে ফিরে এসে দৈনিক সমকালের প্রধান বার্তা সম্পাদকের, পরে সেখান থেকে দৈনিক কালের কণ্ঠে’র নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন।

একই পত্রিকায় ২০১৩ সালে উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দেশের অন্যতম জাতীয় দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক পদে অধিষ্ঠিত হন। পত্রিকাটির শুরু থেকেই তিনি সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একই পদে বহাল ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন