দেশের অন্যতম ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট-এ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইউনিট গঠন করা হয়েছে। গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) এ উপলক্ষে বাংলাদেশ পোস্ট কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
আজকের বাংলাদেশ পোস্টের নির্বাহী সম্পাদক সুকুমার সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংগঠনিক সম্পাদক এম জিহাদুর রহমান জিহাদ ও নির্বাহী পরিষদ সদস্য জুবায়ের রহমান চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ পোস্টের স্পেশাল করেসপন্ডেন্ট হাবিবুল্লাহ মিজানকে ইউনিট প্রধান এবং স্টাফ ফটোগ্রাফার নাজমুল হাসানকে ডেপুটি ইউনিট প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।
তার আগে, ইউনিট গঠনের প্রয়োজনীতার ওপর গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ পোস্টের নির্বাহী সম্পাদক শিহাবুর রহমান, চিফ ফটোগ্রাফার কাজী বোরহান উদ্দীন, ডেপুটি কনসালটেন্ট মাহাবুবুর রশিদ, ডেপুটি এডিটর মিজানুর রহমান মিজান, জয়েন্ট নিউজ এডিটর দূর্জয় রায়, জয়েন্ট নিউজ এডিটর ইমরান আকন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট নুরুল ইসলাম হাসিব, মফস্বল এডিটর জসিম উদ্দীন ও ইউনিয়নের নেতৃবৃন্দ।