আজ ২ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে সংগঠনের নসরুল হামিদ মিলনায়তনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা: বাস্তবতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা এবং পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ডিআরইউ সদস্য সন্তানদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন, শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি এম এ কাসেম এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউর সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী ও বর্তমান অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ। ধন্যবাদ জ্ঞাপন করেন ডিআরইউর কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ডিআরইউর ৮২জন সদস্য সন্তানদের মাঝে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও বৃত্তি প্রদান করা হয়।
গণমাধ্যম বিশ্লেষক ও টিভি উপস্থাপক জামিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী, এশিয়ান এইজ-এর পরামর্শক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, বিএফইউজের সাবেক মহাসচিব ওমর ফারুক, ডিআরইউর দপ্তর সম্পাদক মো: জাফর ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন,সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কার্যনির্বাহী সদস্য মঈনুল আহসান ও এস এম মিজান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না। তাদেরকে সত্যিকার ভালো মানুষ হতে হবে। যেকোনো ধরনের অপরাধ, মাদক, সন্ত্রাস থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। মানবিকতা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার চর্চা করতে হবে। সত্যিকার মানুষ হয়ে গড়ে উঠতে হবে। বিশ্ব মানবতার জন্য কাজ করতে হবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার নানা প্রচেষ্টা চলছে। অনলাইন মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হচ্ছে। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকরা যথেষ্ট ভূমিকা রাখছেন। তিনি বলেন, করোনার সংকটের কারণে অনেক সমস্যা আছে তারপরও সন্তানদের পড়াশোনার মধ্যে রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি তাদেরকে অন্যান্য ভালো কাজেও মনোযোগি করতে হবে। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে।
শিক্ষা সচিব মো: মাহবুব হোসেন বলেন, সরকার শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে ক্লাসের সিলেবাস তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে আনন্দঘন পরিবেশে শিক্ষা লাভ করতে পারে সেভাবে সব কিছু তৈরি করা হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষা নিয়ে নানা অপপ্রচারের চেষ্টা চলছে। এসব অপপ্রচারে আপনারা কান দেবেন না। পরিস্থিতি অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে যথাসময়ে অভিভাবকদের সব বিষয়ে জানানো হবে।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব এম এ কাসেম করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের অনলাইন শিক্ষায় উৎসাহিত করে শিক্ষার গতি ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের মনোবল না হারিয়ে পড়াশুনার পাশাপাশি ভাল কাজ করা এবং নিজেদের ও পরিবারের প্রতি যত্ন নেয়ার পরামর্শ দেন।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম শিক্ষার্থীদের কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের জীবনকে ভালভাবে গড়ে তোলার আহ্বান জানান।
ডিআরইউ’র সদস্য সন্তানদের মধ্যে পিইসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা হলো মুরসালিন নোমানীর কন্যা রওদা মুরসালিন, সাজ্জাদ আলম খান তপুর কন্যা অঙ্কিতা খান, এবিএম জিয়াউল কবির সুমনের কন্যা রাইতা বারাকাত নুহা, জিয়াউল হক সবুজের কন্যা রুদমিলা হক প্রিয়ন্তি, সৈয়দা কানিজ আফরিনের কন্যা সায়মা ইসলাম আসমিতা, তারেক মাহমুদের পুত্র জারিফ মাহমুদ, এম. এ. বাকীর পুত্র মোঃ তাসিন রহমান, এফ এম হুমায়ুন কবির ভূইয়ার পুত্র আহনাফ আল রাফিদ, মোঃ রেফায়েত উল্লাহ মীরধার পুত্র রেজাউল হাসান আইরান মীরধা, শাহেদ মতিউর রহমানের কন্যা মাহফুজা রহমান, ফয়েজ উল্লাহ ভূইয়ার কন্যা জেরিন সুবাহ, জান্নাতুল বাকেয়া কেকার কন্যা হাসিন নাজিয়াহ নওয়ার, কেরামত উল্লাহ বিপ্লবের পুত্র শহীদুল্লাহ রূপনীল, গোলাম আহাদের পুত্র আদনান রাফিদুল আহাদ, আলী মামুদের কন্যা কথিকা আলী রিফা, খোকন বড়–য়ার কন্যা অনুশ্রী বড়–য়া, মোঃ জামাল উদ্দীনের পুত্র আহমেদ আবির,মোঃ শাহানুজ্জামানের পুত্র তাসিন ইশরাক, মোঃ সাগর হোসেনের কন্যা সুজানা হোসেন, ইসমাইল হোসেন ইমুর কন্যা ইসরা জাহান ইফতি, এমদাদুল হক খানের কন্যা রুবাইদা এশা খান, মোঃ সাজ্জাদ হোসেনের কন্যা তামিমাহ হোসেন শান্তা, মোঃ আব্দুল লতিফ রানার কন্যা লুতফুন নেসা আফরিন, আব্দুল্লাহ আল ফারুকের পুত্র সামিন আদিব, এস এম এ কালামের কন্যা কানিজ আফরোজ কামরিন, অনিল চন্দ্র সেনের পুত্র অনিন্দব্রত সেন, আমিরুল ইসলামের (নয়ন মুরাদ) পুত্র আবিদ আব্দুল্লাহ, মোঃ ওমর ফারুকের পুত্র ফারহান ইশরাক দীপ্র, এম ফসিহ উদ্দীন মাহতাবের পুত্র আদিব মাহতাব, রফিকুল বাশারের পুত্র অলিন বাশার, আকতার হোসেনের কন্যা আনিশা ইফফাত আনহা, মোঃ রাশিদুজ্জামানের কন্যা সারিকা রোশনী জামান, কৈলাশ চন্দ্র সরকারের কন্যা শোময়কৃস্তি সরকার, মোঃ জাহিদুর রহমানের পুত্র মোঃ মোজাহিদুর রহমান, খোন্দকার মাসুদুল আলম তুষারের পুত্র খোন্দার তাহমিরুল কাদির রিসান, সাইফুর রহমান চৌধুরীর কন্যা তাসফিয়া চৌধুরী, হামিম-উল কবিরের কন্যা নুসাইবাহ জান্নাহ ফারিহা, মোঃ মাহফুজুর রহমানের কন্যা নাইরা ইমতিহাল রহমান, তাইমুর রশীদের পুত্র আহনাফ আবিদ উদ্ভাস, কাজী ইমরুল কবির সুমনের পুত্র কাজী আরিব আহমাদ,মোঃ আনিসুল ইসলামের পুত্র আহনাফ বিন আনিস,শাহীন হাসনাতের পুত্র দানিয়েল আব্দুল্লাহ ও শাহেদ সিদ্দিকির পুত্র আবরার মাহির সিদ্দিক।
জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা হলো মোঃ হারুনুর রশীদের কন্যা মুমতাহিনা মেহরীন নুহা, গৌতম পান্ডের পুত্র অভিজিৎ পান্ডে, এম. এম. কায়সারের পুত্র তেহজীব কায়সার, মিজানুর রহমানের কন্যা জান্নাতুল মাওয়া জিনিয়া, মোঃ কামাল হোসেন তালুকদারের পুত্র মিনহাজ তালুকদার, মোঃ আমিরুল ইসলাম বাসেতের কন্যা তৈয়বা ইসলাম তাবাসসুম, মোঃ মহসিন হোসেনের পুত্র সাইফুল্লাহ সিফাত, জিয়াউদ্দিন সাইমুমের পুত্র ফাহিম বখতিয়ার, হুমায়ুন কবীরের পুত্র রাকিবুল হাসান রাহাত, মোঃ সাব্বির হোসেনের পুত্র আহমেদ নাসিফ, সালাহউদ্দীন আহমাদ বাবলুর কন্যা লামিয়া মেহরীন, জাফর আহমেদের পুত্র মাহাথির মোহাম্মদ সৌরভ, মোঃ শফিকুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সিফা, সাগর বিশ্বাসের পুত্র সাগনিক বিশ্বাস, কাজী ইমরুল কবির সুমনের কন্যা কাজী আদিবা ফাতিমা ও মোঃ ফিরোজ আল মামুনের কন্যা অদ্রিজা সম্প্রিতি
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা হলো মোঃ শাহেদ হোসেন চৌধুরীর কন্যা তাসফিয়া নওশীন চৌধুরী, মোতাহার হোসেনের পুত্র নাঈম হাসান, মাহফুজুর রহমান রিমনের কন্যা মাহফুজা নওয়ার রুচনা, প্রণব কুমার মজুমদারের কন্যা প্রমিতি মজুমদার, এম এ নোমানের পুত্র ফুয়াদ ইফতেখার নাফিজ, দীপক আচার্যের কন্যা পুষ্পিতা আচার্য, রতন চন্দ্র বালোর পুত্র অনুপ বালো,মোরসালিন বাবলার পুত্র তওসিফ আহমেদ, অঘোর মন্ডলের কন্যা অর্পিতা মন্ডল,মোঃ মজিবুর রহমানের কন্যা নাশিতা জেরিন, শাহনাজ শারমীনের কন্যা অহনা আঞ্জুম, মোর্শেদ নোমানের কন্যা তাসকিনা মাহরুর মোর্শেদ প্রিথা, এম. এ. বাকীর কন্যা হোমায়রা আক্তার ইলমা, ওবায়দুর রহমান শাহীনের পুত্র রাফিন ইবনে শাহীন,দীপ আজাদের কন্যা আঁচল আজাদ, দীপ আজাদের কন্যা গোধুলী আজাদ, মোঃ মাহফুজুুর রহমান মিশুর পুত্র মারুফ উর রহমান নীর, মর্তুজা হায়দার লিটনের কন্যা মুশফিকা মরিয়ম হায়দার, আতাউর রহমানের পুত্র ইবতেসাম (ও লেভেল), মোঃ জসিম উদ্দীন রানার পুত্র রেদওয়ান বিন জসিম আদর, শাহীন হাসনাতের কন্যা আনিকা নওয়ার, মোঃ শাহজাহান সাজুর পুত্র আলী আরফান সমুদ্র ও মোঃ জাহাঙ্গীরের পুত্র মোঃ শেফায়েত কাওসার আকাশ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন