মনিরুল ইসলাম মনি , ওহাইও, যুক্তরাষ্ট্র: ওহাইও থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা ওহাইও সংবাদের ১ম প্রতিষ্ঠাকার্ষিকী পালিত হয়েছে।
গত ২১ অক্টোবর শনিবার বিকালে ৫টায় ম্যাককনেল আর্ট সেন্টার মিলনায়তনে ওহাইও সংবাদ পত্রিকার সম্পাদক লিটন কবীরের সভাপতিত্বে প্রতিষ্ঠাকার্ষিকী উদযাপিত হয়।
প্রতিষ্ঠাকার্ষিকীর অনুষ্ঠাটি তিনটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্বে আলোচনা, দ্বীতিয় পর্বে ডিনার ও তৃতীয় পর্বে সংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরু তে কোরআন তেলয়াত করেন সাইফ খান। ওহাইও সংবাদের নির্বাহী সম্পাদক সারওয়ার খানের উপস্থাপনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওহাইও সংবাদের সম্পাদক লিটন কবীর, সেলেক্স এর কো-ফাউন্ডার রফিক হাওলাদার পলাশ, ওহাইও ষ্টেট ইউনিভার্সিটির ম্যাটেরিয়েল সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর শেখ আলি আকবর, প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা Saltedbasics LLC মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস সুমন, শিক্ষাবিদ ও লেখিকা রাশিদা কামাল, রাজু’ল-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মাহাজান, আর্থিক উপদেষ্টা ও সভাপতি রোটারি ক্লাব অফ হিকসভিল সাউথ (RCHS) মিজান রহমান, ডিপার্টমেন্ট অফ ওহাইও ষ্টেট ইউনিভার্সিটির এসট্রনোমি অধ্যাপক সুলতানা এন নাহার ও সিভিল অ্যাফেয়ার্স অফিসার জাতিসংঘ (অবসরপ্রাপ্ত) রেজা হাসান।
আলোচনা সভায় ওহাইও সংবাদকে শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বিশ্বায়নের যুগে বস্তুনিষ্ঠ তথ্য বা সংবাদ পরিবেশন করে ওহাইও সংবাদের আমাদের আশা পূরণ করে চলেছে। ওহাইও সংবাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলেদেন ওহাইও সংবাদের প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া ও সম্পাদক লিটন কবীর।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সেলেক্স এর কো-ফাউন্ডার ও সমাজ সেবক গোলাম রহমান সুমন, ওহাইও সংবাদের প্রকাশক তানিয়া সিদ্দীকা প্রিয়া, নির্বাহী সম্পাদক সারওয়ার খান, বার্তা সম্পাদক মাহবুবুর রহমান, বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি এর প্রথম সচিব মুহাম্মদ আতাউর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন, তোফাজ্জল আহমেদ মাষ্টার, শাহেদ জামান, দিনা জামান, শহীদ মাহমুদ, আব্দুল খালেক, বশির উদ্দীন, ইমরান আহমেদ, মালিহা আহমেদ, মোফাখারুল ইসলাম, রুস্তুম আলী, নাসিরুল ইসলাম, রবিউল ইসলাম সি পি এ, সাইদ মনোয়ার, তানভীর হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন সহ সম্পাদনা পরিষদ সদস্য সাইফ খান, মাহবুবা ইয়াসমিন লুনা, ফায়সাল আরাফাত, ফেরদৌস পারভেজ পরশ, মোহাম্মদ মাহমুদুজজামান লিমন, ইমরান আহমেদ বাবু, মনিরুল ইসলাম মনি।
অনুষ্ঠানের শেষ পর্বে মনমুগ্ধকর গান পরিবেশনা করেন সায়েরা রেজা, রাজিব ভট্টাচার্য ও ব্যান্ড মাটি।