সালাম মাহমুদ: দেশের বরেণ্য চলচ্চিত্র সাংবাদিক,মিডিয়া ব্যক্তিত্ব,চ্যানেল আই এর কালচার এন্ড ফিল্ম ইভেন্টস চীফ,লেখক ও টিভি উপস্থাপক আবদুর রহমান গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম লাইফ টাইম এচিভমেন্ট ২০২৫ এ ভূষিত হবেন।
আগামী ১৮ ও ১৯ এপ্রিল ২০২৫ কক্সবাজার কলাতলি ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এবং ফিল্ম স্টার ক্লাব এর উদ্যোগে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল, বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ ও উন্নয়ন এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়ন শীর্ষক আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী,সম্মাননা প্রদান এবং বাংলা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী অনুষ্ঠানে আবদুর রহমানে লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। ফেস্টিভ্যালে বাংলা চলচ্চিত্র -সুন্দরী মিস বাংলাদেশ, লড়াকু,মাস্টার সামুরাই,পেশাদার খুনী, কোটি টাকার কাবিন,আম্মাজান সহ বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
ফেস্টিভ্যাল সফল ও সার্থক করার জন্য চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান,বেলায়েত হোসেন বাবলু,মঞ্জুর হোসেন ঈসাকে কো-চেয়ারম্যান ও সাংবাদিক হাফিজ রহমানকে সদস্য সচিব করে ফেস্টিভ্যাল উৎযাপন কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল ফটোগ্রাফার,এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ কে এবং চলচ্চিত্র সাংবাদিকতায় অসামান্য অবদানের জন্য বরেণ্য সাংবাদিক আবদুর রহমানকে আজীবন সম্মাননা এবং প্রয়াত বরেণ্য চলচ্চিত্রকার,সাংবাদিক ফজলুল হক কে (মরণোত্তর) আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। ফেস্টিভ্যালকে অংশগ্রহণমুলক, জমজমাট ও সফল করার জন্য গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় সভাপতি আমেরিকা প্রবাসী সাংবাদিক,আজকাল সম্পাদক শাহনেওয়াজ, নির্বাহী সভাপতি আমেরিকা প্রবাসী সাংবাদিক নিউইয়র্ক ব্রাইট সম্পাদক বেলাল আহমেদ,কো-চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক, ভয়েস অব সিডনি সম্পাদক অর্ক হাসান এবং মহাসচিব সালাম মাহমুদ সকল মহলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। বার্তা -সালাম মাহমুদ, মহাসচিব, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন,সহ-সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ।