চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সম্পাদনায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডট কমের আজ ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১২ বছরে পদার্পন করলো নিরাপদ নিউজ.কম। সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন-এই শ্লোগানে আজ থেকে ১১ বছর আগে যাত্রা শুরু হয়েছিল অনলাইন নিউজ পোর্টাল নিরাপদনিউজ.কম এর।
পোর্টালটির প্রধান সম্পাদকের দায়িত্বে আছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
নিরাপদ নিউজের ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ বিদেশে থাকা নিরাপদ নিউজের সকল পাঠক/পাঠিকা, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, শুভানুধ্যায়ী, প্রতিনিধিবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নিরাপদ নিউজের প্রধান সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডট কম এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৪টায় কাকরাইলস্থ নিসচা’র কেন্দ্রীয় মিলনায়তনে ‘সমাজ সংস্কারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় প্রভৃতি কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কাদের গনি চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শহিদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। জনাব খুরশীদ আলম, সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। জনাব আবু সালেহ আকন, সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। জনাব মাইনুল হাসান সোহেল, সাধারণ সম্পাদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সভাপতিত্ব করবেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রধান সম্পাদক, নিরাপদ নিউজ ডট কম ও
চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই (নিসচা)।
উল্লেখ্য, নিরাপদনিউজ.কম বাংলা এবং ইংরেজী দুটি ভার্সনে প্রচারিত হচ্ছে। নিরাপদনিউজ.কম এর ইংরেজী ভার্সনের সম্পাদকের দায়িত্বে আছেন ফারিহা ফাতেহ ও বাংলা ভার্সনের দায়িত্বে আছেন নির্বাহী সম্পাদক মিরাজুল মইন জয় । বাংলা ভার্সনের সংবাদ বিভাগে দায়িত্ব পালন করছেন মো: রকিবুল ইসলাম সোহাগ।
নিরাপদ নিউজের ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় গতকাল আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়াও আজ দেশের বিভিন্ন স্থানে প্রতিনিধিরা নানা সামাজিক কর্মসূচির মদ্ধদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে।