নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের দু গ্রুপের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমাজকন্ঠ পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি উদীয়মান সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাসির দাবিতে দৈনিক সমাজকন্ঠ পরিবার ও কুমিল্লা দক্ষিণ জেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পদুয়ার বাজার বিশ^রোড় এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন চাষী। দৈনিক সমাজকন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা প্রেসক্লাবের অর্থ বিষয়ক এস.এম.মনির এর সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুব কবির, মেঘনা টিভির চেয়ারম্যান এইচ.এম.মহিউদ্দিন, সমাজকন্ঠ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও আর্ট নাসিং কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম, ডেইলি বাংলাদেশ পোষ্ট কুমিল্লা প্রতিনিধি খন্দকার দেলোয়ার হোসেন, লালমাই বার্তা সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব মো: শহিদুল্লাহ মিয়াজী, সংবাদ টিভির চেয়ারম্যান জুয়েল খন্দকার, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি রকিবুল হাসান রকি, সাংবাদিক এম.কে নুর আলম, সনি বাংলা টিভির স্টাফ রিপোর্টার মাইন উদ্দিন, কুমিল্লা প্রতিদিন এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন, দৈনিক একুশে সংবাদ এর মোঃ গোলাম কিবরিয়া, ব্রেকিং নিউজ কুমিল্লা প্রতিনিধি রুবেল মজুমদার, আকাশ টিভির সম্পাদক মো: মহিউদ্দিন আকাশ, কুমিল্লার সংবাদের শাহিন আলম, রয়টার্সের সাংবাদিক মহিউদ্দিন সরকার, সাংবাদিক মোতালেব হোসেন, সাংবাদিক জানে আলম, সময় নিউজ ২৪.কম এর স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, আকাশ টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম তানজিদ, দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, বরুড়া প্রতিনিধি মোঃ শরিফ উদ্দিন, সেচ্ছাসেবী সংগঠন তারুন্য বাংলাদেশ এর সমাজকর্মী সাজ্জাদ হোসেন, ফরহাদ হোসেন, মেঘনা টিভির এডমিন হেলাল উদ্দিন, জাগো লালমাই এর বার্তা সম্পাদক গাজী মামুন, সাংবাদিক এয়াছিন প্রমুখ।
এসময় বক্তারা বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার করার অনুরোধ জানান এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা জোরদার করতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক জানান, মামলা দায়ের করা হয়েছে আমরা আশাবাদী খুব শীঘ্রই জড়িতদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির এর পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের দুগ্রুপের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।