ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সকল সদস্যের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, দেশে এখনো বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কাঙ্খিত উন্নতি না হওয়ায় চাহিদা থাকা স্বত্ত্বেও এই মূহুর্তে চলমান কোভিড সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ বন্ধ করে ক্যান্টিন চালু করা সম্ভব হচ্ছেনা।
তবে সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে কোভিড-১৯ সংক্রমণের নমুনা সংগ্রহের দু’দিন-শনি ও বুধবার- ছাড়া বাকি ৫ দিন অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে ডিআরইউর বাগান ও মিডিয়া সেন্টার আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কার্যনির্বাহী কমিটি। পরিস্থিতি বিবেচনায় আপাতত স্পোর্টস রুম বন্ধ থাকবে।
করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে কোভিড-১৯ সংক্রমণের নমুনা সংগ্রহ বুথ বন্ধ করে ডিআরইউর ক্যান্টিন চালুর উদ্যোগ নেয়া হবে। সদস্যদের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। এ ব্যাপারে সকল সদস্যের সহযোগিতা কামনা করছি। স্বাস্থ্যবিধি মেনে ডিআরইউ চত্বর ব্যবহারের অনুরোধ জানাচ্ছি।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন