English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

- Advertisements -

সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলার কারণে সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকরা।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিটির সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মানব কণ্ঠের চিফ রিপোর্টার বাছির জামাল। বক্তব্য রাখেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজ, মানব জমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান, ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিত ভট্টাচার্য ও ঝর্ণা মনি, সময়ের আলোর স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তী প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিনেন জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রহিম শেখ, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আলী ইব্রাহীম, মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, ইনকিলাবের স্টাফ রিপোর্টার খলিলুর রহমান, মানবজমিনের স্টাফ রিপোর্টার শুভ্র দেব, ভোরের দর্পনের জামিল আহমদ মোহন, আর টিভির স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন সাগর, এনার স্টাফ রিপোর্টার তুহিন আহমদ পায়েল প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারী নদীখেকো দুবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নদীকে রক্ষা করতে হবে, সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন