ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র দৈনিক ইনকিলাবের ইউনিট চীফ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের কাউন্সিলর এবং দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক কামরুল হাসান দর্পণকে একটি বানোয়াট মামলায় আটক করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
আজ শুক্রবার (১৭ মার্চ) বিকালে ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতুবৃন্দ বলেন, সিনিয়র সাংবাদিক কামরুল হাসান দর্পনকে একটি বানোয়াট মামলার অজুহাতে গত রাতে নিজ বাসা থেকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি অবিলম্বে তার মুক্তির জোর দাবি জানাচ্ছি।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কামরুল হাসান দর্পনকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের হলেও কামরুল হাসান দর্পনের স্ত্রী জানিয়েছেন, তার পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।