বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি)পদে নিয়োগ পাওয়ায় বিশিষ্ট সাংবাদিক সুভাষ চন্দ্র বাদলকে সংবর্ধনা দিয়েছেন বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ ও জয়বাংলা সাংবাদিক মঞ্চ। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল আলম, ডিইউজে’র সভাপতি কুদ্দুস আফ্রাদ সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিইউজে’র সাবেক সভাপতি কাজী রফিক, জয়বাংলা সংবাদিক মঞ্চের সভাপতি জয়ন্ত আশ্চর্য,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক লাল ঘোষ, জাস্টিস ফর জার্নালিস্ট এর সমন্বয়ক ওবাইদুল হক খান, কামরুল ইসলাম, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শুকর আলী শুভ, বিএফইউজে’র কার্যনির্বাহী কমিটির সদস্য নুরে জান্নাত আক্তার শিমা,ডিইউজে’র সদস্য শাহাজাহান শাজু, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, ট্রাব সাধারণ সম্পাদক সাংবাদিক অনজন রহমান, বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য ইসমাইল হোসেন টিটু, সদস্য রাহাত হুসাইন, সদস্য কাজী মামুনুর রহমান মাহিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন,বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদের সদস্য সচিব আবু সাঈদ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন