English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

সদস্যদের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেল আরডিজেএ

- Advertisements -

রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ) সদস্যদের কল্যাণে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আওতায় গ্রুপ বীমা চুক্তি করেছে। আজ বৃহস্পতিবার আরডিজেএ কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে আরডিজেএর পক্ষে সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে ঊর্ধ্বতন ব্যবস্থাপনা সহকারি পরিচালক শাহাদাত হোসেন সোহাগ স্বাক্ষর করেন।

আরডিজেএ-এর সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানিক মুনতাসির, যুগ্ম-সাধারণ সম্পাদক এম. উমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতারুজ্জামান, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মাহবুব মমতাজী, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।

মোকছুদার রহমান মাকসুদ বক্তব্যে বলেন, আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে সংগঠনের সদস্যদের কল্যাণে বিভিন্ন কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় বীমা চুক্তি স্বাক্ষরিত হল। এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে। এজন্য তিনি সব সদস্যের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মিজনুর রহমান বলেন, আরডিজেএ প্রতিষ্ঠা হয়েছিল ভালো কিছু করার জন্য। সদস্যের পেশাগত মানোন্নয়নসহ কল্যাণমূলক কাজ করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, অতীতে সংগঠনের সাবেক কমিটি অনেক গঠনমূলক কাজ করেছে। আগামী দিনেও তারা গঠনমূলক কাজের পাশে থাকবেন বলে আশা প্রকাশ করছি।

শাহাদাত হোসেন সোহাগ বক্তব্যে বলেন, আরডিজেএ’র সঙ্গে চুক্তি করে আমরা গর্ববোধ করছি। সেবা আমাদের ধর্ম। সেক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের অগ্রাধিকার দিচ্ছি।

প্রসঙ্গত, এই চুক্তির আওতায় আরডিজেএ সদস্যরা ১৩ ধরণে রোগের চিকিৎসা ব্যয়ের খরচ পাবেন। কেউ স্বাভাবিক মৃত্যুবরণ করলে তিন লাখ টাকা, দুর্ঘটনায় মৃত্যু হলে চার লাখ টাকা পাবেন। কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পাবেন। তবে প্রধান রোগের ক্ষেত্রে ৮০ হাজার টাকা, অঙ্গহানি জ্বনিত দাবির ক্ষেত্রে দুই লাখ টাকা, এক হাত ও এক পা হানি হলে এক লাখ টাকা পাবেন। এছাড়াও চিকিৎসার ক্ষেত্রে আরও কিছু সুবিধা থাকছে সদস্যদের জন্য।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন