English

35 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
- Advertisement -

সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী

- Advertisements -

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনও সুযোগ নেই। সংস্কার ও নির্বাচন আপন গতিতে চলা উচিত। একটির জন্য আরেকটিকে থামিয়ে রাখা যাবে না। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা জনগণের দাবি।

মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কাদের গনি বলেন, বিএনপি জনগণের দল। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর আল্লাহর সহানুভূতি আছে। এত নির্যাতন হওয়ার পরেও বিএনপি টিকে আছে। নতুন করে অনেকে বিএনপিতে ঢুকতে চান। বিএনপিতে নতুন কোনও লোক দরকার নেই। আপনারা ঢুকবেন, বিএনপির নেতা হবেন, তারপর চাঁদাবাজি করবেন!

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, যাদের কর্মকাণ্ডের জন্য বিএনপির বদনাম হবে, বিএনপি তাদের দায় নেবে না। তাদের বিরুদ্ধে দল কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেবে। সুতরাং দলের নাম ব্যবহার করে কারও অপকর্ম করার সুযোগ নেই।

উপজেলা বিএনপির সদস্য মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল মাবুদ মুন্সি, ইদ্রিস মিয়া ইলিয়াস, নুরুল ইসলাম, আবুল কালাম রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোরশেদ হাজারী, নাজিম উদ্দিন, নুরুল আবসার, ইকবাল হোসেন, ওসমান তাহের সম্রাট, ওমর ফারুক ডিউক, আমিন তালুকদার, নাজিম উদ্দিন, খোরশেদুল আলম, মুহাম্মদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন