বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান প্রেসক্লাবের নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬আগস্ট) শিবগঞ্জ উপজেলার রায়নগর মসলা গবেষণা কেন্দ্রের ডরমিটরি হল রুমে দিনব্যাপী অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। তিনি বলেন, ঐক্যমতের ভিত্তিতে নবগঠিত মহাস্থান প্রেসক্লাবের গঠিত কমিটির মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। আগামীতে দেশের সমৃদ্ধি উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে এই পেশাজীবী সংগঠন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মহাস্থান প্রেসক্লাবের সাংবাদিকরা আরও এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।অভিষেক পর্বে সভাপতিত্ব করেন মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত।
সাবেক সভাপতি সাইদুর রহমান সাজু ও যুগ্ন সম্পাদক ওবায়দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, বঙ্গুবন্ধু জাতীয় কৃষিপদক প্রাপ্ত আজমল হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠা সদস্য বিশিষ্ঠ সাংবাদিক মাহফুজ মন্ডল, রফিকুল ইসলাম, আল-আমিন মন্ডল,এস আই সফিক, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির সভাপতি রোটারিয়ান মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ,ইউপি সদস্য তোফাজ্জল হোসেন তোফা,ছানাউল হক ছানা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব বাবুল মিয়া বাবু,সমাজ সেবক আলহাজ্ব মোশারফ হোসেন,প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু,সহ সভাপতি সাইদুর রহমান সাজু,সহ সভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু,সাধারন সম্পাদক এস আই সুমন,কোষাধ্যক্ষ নুরনবী রহমান,নির্বাহী সদস্য রহেদুল ইসলাম,অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান, সময় টিভি বগুড়া অফিসের ক্যামেরা পার্সন ও জেলা টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী শাহিনুর ইসলাম শাহিন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক গোলাম রব্বানী পুটু, ফুল মিয়া,আইনুর ইসলাম, মাস্টার নুর আলম প্রমুখ।
পরে মহাস্থান প্রেসক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। সভাপতি আনিছুর রহমান মিটু, সহ-সভাপতি সাইদুর রহমান সাজু, সহ-সভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু, সহ-সভাপতি শমশের নুর খোকন, সাধারন সম্পাদক এসআই সুমন, যুগ্ন সম্পাদক ওবাইদুর রহমান, যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী শিপন, কোষাধ্যক্ষ নুরনবী রহমান, দপ্তর সম্পাদক আজিজুল হক বিপুল, প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক, সোহাগ মাহবুব, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুল বাছেদ (প্রতিষ্ঠাতা সভাপতি) সোহেল রানা, রহেদুল ইসলাম, ইকবাল হোসেন। সাধারণ সদস্য আমিনুর ইসলাম, গোলজার রহমান,আব্দুল বারী, তাহেরা জামান লিপি, সাফায়াত জামান সজল, সাকায়াত হোসেন,ফজলুল হক, আবদুল হান্নান টগর,মোনছুর রহমান আকাশ, আব্দুর রহিম,রায়হান করিম, রিপন মিয়া,রাহাতুল আলম রাহাত।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন