English

26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমান খানের মৃত্যু: নিরাপদ সড়ক চাই (নিসচা) হারালো সুহৃদজনকে

- Advertisements -

প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

উল্লেখ্য তিনি গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে সমস্যা বাড়লে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

প্রসঙ্গত তিনি গত ০১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই’র ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সেমিনারে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য ও তথ্য উপস্থাপন করেন।এই অনুষ্ঠানই ছিল তাঁর জীবদ্দশায় শেষ কোন অনুষ্ঠান। নিসচার একজন সুহৃদ হিসেবে তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত নিরাপদ সড়ক চাই (নিসচা)। নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন শোক প্রকাশ করে বলেছেন, আমরা নিরাপদ সড়ক প্রতিষ্ঠা আন্দোলনের একজন যোদ্ধাকে হারিয়েছি।তিনি মিজানুর রহমান খানের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন