English

20 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাচসাস এর প্রতিষ্ঠার ৫৫ বছর: আলোচনা সভা, বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার

- Advertisements -

শুক্রবার ১৪,এপ্রিল ২০২৩, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)- এর প্রতিষ্ঠার ৫৫ বছর উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার ।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, ভালো চলচ্চিত্র একটি সমাজ ও দেশকে পরিবর্তন করতে পারে। মহান মুক্তিযুদ্ধে চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সেক্টরের ন্যায় চলচ্চিত্র সেক্টরও ভালোভাবে এগিয়ে যাবে।
আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)- এর প্রতিষ্ঠার ৫৫ বছর উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা, বাংলা নববর্ষ উদযাপন ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি রাজু আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ।

নির্বাহী সদস্য লিটন এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মোল্লা জালাল, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও বাচসাস’র সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, চলচ্চিত্রে কে কত ভালো অভিনয় করতে পারে সেটি নিয়ে আগে চলচ্চিত্রের অভিনেতাদের মধ্যে প্রতিযোগিতা চলতো। এখন চেয়ার দখল নিয়ে প্রতিযোগিতা হয়। চলচ্চিত্রের আবেদন কমে যায়নি। আরো বেশি গতিশীল হয়ে কাজ করতে হবে। দ্বন্দ্ব কমিয়ে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলচ্চিত্র সেক্টর আবার ঘুরে দাঁড়াবে। চলচ্চিত্র সেক্টরকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী অনেক পদক্ষেপ নিয়েছেন। এফডিসি আধুনিকায়ন করেছেন। সরকারি প্রচেষ্টায় জেলা ও উপজেলা পর্যায়ে সিনেমা হল চালু হবে। সরকারি অনুদানে সিনেমা তৈরি হচ্ছে। সেগুলো মানুষের মন জয় করেছে। চলচ্চিত্রে দর্শক কমেনি। চলচ্চিত্রের মান অনেকটা কমে গেছে। ভাল চলচ্চিত্রের জন্য এখনো দর্শকদের অনেক আগ্রহ আছে। তাই ভালো চলচ্চিত্র নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ত্বকের যত্নে কমলার খোসা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন