English

25 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখার কমিটি গঠন

- Advertisements -

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ (রেজি: নং ০৬/২০২২) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখায় ম. নূরুল ইসলামকে (সংবাদ) সভাপতি ও মশিউর রহমান কাউসারকে (আমাদের সময়) সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি/২৪) হাতেম আলী সড়কস্থ সংগঠনের কার্যালয়ে সদস্যদের কন্ঠভোটে সর্বসম্মতিভাবে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ম. নুরুল ইসলাম। কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. রইছ উদ্দিন সঞ্চালনা করেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মো. রইছ উদ্দিন (যুগান্তর), মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান (তৃতীয়মাত্রা), মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দ্য মনিং গ্লোরী), সাংগঠনিক সম্পাদক শাহজাহান (দেশ রূপান্তর), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস (শুভদিন), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল (গণমুক্তি), সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রাজিব (আজকের শতাব্দী), কার্যনির্বাহী সদস্য কমল সরকার (যায়যায়দিন), তিলক রায় টুলু (ভোরের কাগজ), রায়হান উদ্দিন সরকার (দি নিউ নেশন), ফারুক আহাম্মদ (জি নিউজ), সুপক রঞ্জন উকিল (ভোরের দর্পণ), তৌহিদুল আমিন তুহিন (দিগন্ত বাংলা), শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), কামরুল হাসান লিটন (বাংলার দূত), ওমর ফারুক স্বাধীন (বাহাদুর), তাসাদদুল করিম (বাংলার নেত্র), শামীম আনোয়ার (ফুলতারা), দেলোয়ার হোসেন (আলোর দিগন্ত)।

গৌরিপুর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের রুটিরুজি ও নিরাপত্তা রক্ষায় বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন