English

26 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

বড়লেখায় নিরাপদ নিউজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সম্পাদনায় দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নিরাপদ নিউজ ডটকম এর ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ১০ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার রাত সাড়ে ৮ ঘটিকায় পৌর শহরের আলভিন পার্টি সেন্টারে উৎসব মুখর পরিবেশে বিশেষ আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বড়লেখা অনলাইন রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ পারভেজের সভাপতিত্বে ও নিরাপদ নিউজ এর উপজেলা প্রতিনিধি তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক জেহিন সিদ্দিকী, জুড়ী টিএন খানম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক এম এ রাব্বানী, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুভাশিস দে শুভ্র, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ বাদশাহ, ইন্টারন্যাশনাল স্কুল বড়লেখা’র পরিচালক কবির হোসেন, পৌর কাউন্সিলর জাহিদ হাসান, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন, শিক্ষক তোফাজ্জল হোসেন শান্ত, বাংলাদেশ ভিউ সদস্য আখতার হোসেন, তারুণ্য নাট্যগোষ্ঠীর কার্যকরী সদস্য শরফ উদ্দিন, নিসচা বড়লেখা উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রকাশনা সম্পাদক মারুফ হোসাইন, সদস্য এনাম উদ্দিনসহ নিরাপদ নিউজ এর পাঠক বৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত বক্তরা তাদের বক্তব্যে বলেন, ইলিয়াস কাঞ্চনের সম্পাদনায় নিরাপদ নিউজ ডটকম অনলাইন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি সরকার নিবন্ধিত একটি নিউজ পোর্টাল। নিরাপদ সড়ক বাস্তবায়নে জনসাধারনকে সচেতন করতে নিরাপদ নিউজ যথেষ্ট ভুমিকা পালন করে যাচ্ছে।

বক্তারা আরো বলেন, সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে নিরাপদ নিউজ অনলাইন পত্রিকা ইতোমধ্যে পাঠকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এসময় নিরাপদ নিউজের উপজেলা প্রতিনিধি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপনকে ধন্যবাদ জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটির উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনা পর্ব শেষে নিরাপদ নিউজের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

শ্রদ্ধা কাপুরের নতুন মিশন

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন