বঙ্গবন্ধু সাংবাদিক পরিষদ নামে সাংবাদিকদের একটি আদর্শ ভিত্তিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের বাগানে জরুরী সভার মধ্য দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ।
সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক সুভাষচন্দ্র বাদলকে আহবায়ক, বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার মোঃ আবু সায়ীদকে সদস্য সচিব করা হয়। এছাড়া যুগ্ন আহ্বায়ক করা হয় বাসসের সিনিয়র রিপোর্টার সৈয়দ শুকুর আলীর শুভ ও শেখ জাহিদুর রহমান কে।
এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে আব্দুল মজিদ, জাহাঙ্গীর খান বাবু, দেবাশীষ রায়, ফয়েজ আহমেদ খাঁন তুষার, রফিকুল ইসলাম পিন্টু, মালিক লাল ঘোষ , মোস্তফা মনোয়ার সুজন, কবির আহমেদ খান ও নুরে জান্নাত আক্তার সোমা। বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।