প্রেসক্লাব অব ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ায় জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসিনকে জাতীয় প্রেসক্লাব সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ঞ্জাপন।
বাংলাদেশের “জাতীয় প্রেসক্লাব” ও অল ইন্ডিয়ার “প্রেসক্লাব অব ইন্ডিয়া” এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়া ভবনে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের পক্ষে স্বাক্ষর করেন জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসিন, ভারতের প্রেসক্লাব অব ইন্ডিয়া এর পক্ষে স্বাক্ষর করেন প্রেসক্লাব অব ইন্ডিয়া’র সভাপতি উমাকান্ত লাখেরা। এই ঐতিহাসিক স্বাক্ষরের মাধ্যদিয়ে জাতীয় প্রেসক্লাবের সদস্যরা প্রেসক্লাব অব ইন্ডিয়া, প্রেসক্লাব অব ইন্ডিয়া’র সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সদস্য হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন।
গত ৬ সেপ্টেম্বর’২১ নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়া ভবনে দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার প্রতিষ্ঠা করেন, ঐতিহাসিক ভুমিকা পালন করেছে।
সে ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসিন স্বশরীরে উপস্থিত থাকায় তাঁকে অভিনন্দন জানিয়ে অাজ জাতীয় প্রেসক্লাবের সদস্যরা ফরিদা ইয়াসিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।