English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

- Advertisements -

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন’ ২০২০-২০২৩ অনুষ্ঠিত হয়। গত ২৮ নভেম্বর ২০২০ শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে উৎসব মুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে ভোটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত উক্ত নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আল-মামুন (দৈনিক ইত্তেফাক) ১৯৭ ভোট ও সম্পাদক পদে মোঃ মফিজুর রহমান খান বাবু (দৈনিক বাংলাদেশের আলো) সর্বোচ্চ ৩৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে এস.এম. মোশারফ হোসেন (দৈনিক দেশ বাংলা) ১৮০ ভোট, যুগ্ম সাম্পাদক পদে এএসএম হানিফ (এনএনবি) ১৮৬ ভোট ও কোষাধ্যক্ষ পদে রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু (দৈনিক আজকের সংবাদ) ৩০৯ ভোটে নির্বাচিত হয়েছেন। পরিচালক পদে কমল চৌধুরী (দৈনিক নওরোজ) ২০৬ ভোট, শাহীন কাওছার (দৈনিক মানব জমিন) ২০৪ ভোট, মোশারফ হোসেন (দৈনিক নওরোজ) ১৯৬ ভোট, সাজেদুল ইসলাম রাজু (দৈনিক সকালের সময়) ১৯২ ভোট, কাওছার খোকন (দৈনিক ইত্তেফাক) ১৮৮ ভোট, পলি খান (আমেরিকান ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সী) ১৭৯ ভোট, জয়নাল আবেদীন (ডেইলি ট্রাইবুনাল) ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।
এর আগে সমিতির সভাপতি তরুণ তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও বাংলাদেশ সম্পাদক ফোরামের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রতন।
পরে বিএফইউজে’র সাবেক মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সিঃ সহ-সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে কর্ম অধিবেশনে সম্পাদক ও কোষাধক্ষের রিপোর্টের উপর আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে রিপোর্ট গৃহীত হয়। এছাড়া সমিতির প্রয়াত সদস্যদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল আহসান বুলবুল ফলাফল ঘোষণা করেন। এ সময় কমিটির সদস্য আজাদ কবির, আহমেদ মুকুল ও আশিস সেন উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন