English

17 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

ডিইউজের মধ্যস্থতায় মানবকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া আদায়

- Advertisements -

আবারও ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের জয় হলো। দীর্ঘ প্রায় ৫ মাসের আন্দোলন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সর্বাত্মক সহায়তায় মানবকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিক সহকর্মীদের (৩ জন ছাড়া) বেতন ও বকেয়াদি পরিশোধ করেছে পত্রিকা কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষে আশিয়ান গ্রুপের ডিএমপি সাইফুল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের হাতে চেক হস্তান্তর করেন। তিনি ঘোষণা দিয়েছেন আগামী ৩/৪ দিনের মধ্যে অন্যদের চেকও হস্তান্তর করা হবে।

এ সময় ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, মানবকন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী ও মানবকন্ঠ সাংবাদিকদের পক্ষে মহিউদ্দিন পলাশ উপস্থিত ছিলেন। এদিন, দু’পক্ষের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। চুক্তিপত্রে দু’পক্ষই কয়েকটি বিষয়ে অঙ্গীকার করেছেন।

বকেয়াদি আদায়ের মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

গুলশান-২ এর ইউনিকর্ন প্লাজায় অবস্থিত আশিয়ান গ্রুপের অফিসে দিনভর আলোচনা ও চেক গ্রহীতা সাংবাদিকদের সঙ্গে ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের কোষাধ্যক্ষ দীপ আজাদ,

ডিইউজের জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল, নির্বাহী পরিষদ সদস্য জুবায়ের রহমান চৌধুরী, কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক লায়েকুজ্জামানসহ ডিইউজের কয়েকজন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন