বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে আজ শুক্রবার ১লা অঅক্টোবর বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আঙ্গিনায় বিশ্ব প্রবীণ দিবস-২০২১ উপলক্ষে পথসভা ও রালি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালাম।
পথসভা ও রালিতে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ দীপ আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বরুণ ভৌমিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য শেখ মামুন, আজমল হক হেলাল, হামিদ মোহাম্মদ জসিম, শাহজাহান সাজু, কবি মহসিন হোসাইন প্রমুখ। সভায় ক্যাপ ও টিশার্ট স্পসর করেন মোঃ সফিউর রহমান।
উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, প্রবীণদের সুরক্ষা ও বেঁচে থাকার জন্য অচিরেই ন্যূনতম ২০ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদানে জোর দাবি জানান । এব্যাপারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড, হাছান মাহমুদের সাথে আলোচনা করবেন বলে জানান সাংবাদিক নেতারা।