শফিক আহমেদ সাজীব: ইন্দো-বাংলা প্রেসক্লাব আয়োজিত তিনদিনের কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকতার পাঠ নিলেন বাংলাদেশ চট্টগ্রামের সংবাদ মাধ্যমের ১২ জন চিত্র সাংবাদিক। পুরো আয়োজনে সহযোগী ছিলেন, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম।
কলকাতা রোটারি সদনে অনুষ্ঠিত তিন দিনের এই কর্মশালায়, প্রথমদিনে গণমাধ্যমের ভুমিকা ও করনীয় বিষয়ক ধারণা দেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় জার্নালিজম বিভাগের বিভাগীয় প্রধান ড. দেবজ্যোতি চন্দ্র, সংবাদের ছবি ধারণ বিষয়ে পাঠদান করেন কলকাতা টেলিভিশনের প্রধান চিত্র সাংবাদিক শ্যামল দত্ত, নিউ আলীপুর কলেজের জার্নালিজম বিভাগের অধ্যাপক ড. অমর্ত্য সাহা, এএনআই -এর চিত্র সাংবাদিক শাকিল আবেদীন সহ ভারতীয় সংবাদ মাধ্যমের সিনিয়র জার্নালিস্টসরা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-রাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস, বিশেষ অতিথি ছিলেন, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) রঞ্জন সেন, ফার্স্ট সেক্রেটারি (কনস্যুলার) ভিসা এ এস এম আলমাস হোসেন, ইন্দো-বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শুভজিৎ পুততুন্ডু, কর্মশালা পরিচালনার প্রধান সমন্বয়ক ভাস্কর সর্দার সহ ভারতীয় গণমাধ্যমের নেতৃবৃন্দরা।
এই কর্মশালায় বাংলাদেশ চট্টগ্রামের ১২ জন ভিডিও জার্নালিস্টস অংশ নিয়েছেন। তারা হলেন, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সভাপতি চিত্র সাংবাদিক শফিক আহমেদ সাজীব, সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য যথাক্রমে সঞ্জীব দে বাবু, মো: পারভেজ রহমান, এস এম আজিজুল কদির, শীতল মল্লিক, মো: সেলিম উল্লাহ, আহাদুল ইসলাম বাবু, মো: নূর জামাল আতিক।