English

17 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

এফডিসিতে সাংবাদিকদের উপর আক্রমণ ও আহত হওয়ার ঘটনায় বাচসাস’র নিন্দা

- Advertisements -

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় বিএফডিসির বাগানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য নির্বাচিত কমিটির বিজয় উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে শিল্পী সমিতির আমন্ত্রণে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ভাই-বোনেরা সংবাদ গ্রহণ করতে উপস্থিত হয়েছিল।

তখন অনাহুত এক পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির কতিপয় নির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। এতে সংবাদ সংগ্রহের৷ জন্য সেখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপরও আক্রমণ করা হয়। এলোপাতাড়ি আক্রমণে ১০ জন সাংবাদিক ঘটনাস্থলে আহত হয়। এই ঘটনায় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেছেন। সেইসাথে নেতৃবৃন্দ আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও আহতদের সু-চিকিৎসাসহ ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন। অন্যথায় বাচসাস পরবর্তী কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন