English

20 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

আলোচনার নিমন্ত্রণ করে সাংবাদিক নেতাদের সাথে মানবকণ্ঠ মালিকের অসদাচরণ

- Advertisements -

করোনাকালে মানবকণ্ঠ থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া আদায়ের কর্মসূচি থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে’র কোষাধ্যক্ষ দীপ আজাদকে চায়ের নিমন্ত্রণ করে ডেকে নিয়ে অসদাচরণ ও উদ্ব্যতপূর্ণ ব্যবহার করেছেন মানবকণ্ঠের মালিক নজরুল ইসলাম ভূইয়া।
কর্মসূচির এক পর্যায়ে মালিকপক্ষ থেকে আলোচনায় বসার আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণে সাড়া দিয়ে কর্মসূচি অব্যাহত রেখে ৩ সাংবাদিক নেতা আশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়ার কার্যালয়ে যান। কিন্তু সেখানে কোনো আলোচনার সূত্রপাত না করেই তিনি অসদাচরণ করেন। সম্পাদক দুলাল চৌধুরী তাকে নিবৃত করেন। ৩ সাংবাদিক নেতাকে হাইকোর্টে দাড় করাবেন বলেও হুমকি দেন। সাংবাদিক নেতারা তার ‍হুমকির যথাযথ জবাব দেন। মানবন্ধনের শেষ পর্যায়ে মালিকপক্ষের এক প্রতিনিধি এসে দুঃখ প্রকাশ করে আবার আলোচনায় বসার প্রস্তাব দেন।
এ ঘটনায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন কঠোর কর্মসূচি ঘোষণা দেবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন