রংপুর বিভাগের ঢাকায় কর্মরত সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন “রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম-আরডিআরএফ, ঢাকার শীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা ভবনে রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর ডিভিশনাল রিপোর্টার্স ফোরাম-আরডিআরএফ এর সভাপতি সৈয়দ আতিক, সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার, যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান রকি, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল জিসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল্লামা ইকবাল অনিকসহ কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা। এছাড়া উৎসবকে প্রাণবন্ত করতে রংপুর বিভাগের সিনিয়র সাংবাদিকরা, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শীত উৎসবে বিভিন্ন পিঠার সাথে ভর্তা ও হাঁসের মাংসের সাথে ভুনা খিচুড়ি পরিবেশন করা হয়।