English

23 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫
- Advertisement -

অস্বচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে: মুহাম্মদ আবদুল্লাহ

- Advertisements -

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছেন। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ইতোমধ্যে বহুমুখী কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন কর্মপরিকল্পনা নিয়েছে।

বৃহস্পতিবার রাতে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্যদের সঙ্গে মতবিনিমকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বক্তৃতা করেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি এম এ হাসান, সাবেক নির্বাহী সদস্য খলিলুর রহমান সুমন, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, সিনিয়র সদস্য এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত প্রমুখ। পরে প্রধান অতিথির হাতে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতা মুহাম্মদ আবদুল্লাহকে খুলনা প্রেসক্লাব,বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অপরদিকে খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ক্লাব সদস্যদের সাথে মতবিনিময় সবাই মিলিত হন। বিএফইউজে’র সাবেক সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ প্রেসক্লাবকে একটি অরাজনৈতিক ও সেবামূলক প্রতিষ্ঠানে ভূমিকা রাখার আহ্বান জানান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন