বিশ্বের নানান প্রান্ত থেকে বিবিসি, দ্য গার্ডিয়ান ফিন্যান্সিয়াল টাইমস, দ্য নিউ ইয়র্ক টাইমস ও ব্লুমবার্গ নিউজের মতো বিশ্বের প্রথম সারির বেশ কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে না।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়,মঙ্গলবার সকাল থেকেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যবহারকারীরা। বাংলাদেশের ব্যবহারকারীরাও আজ বিকেল থেকে এই সমস্যায় পড়েছেন। ঠিক কী কারণে সাইটগুলোয় এমন সমস্যা হচ্ছে- তা এখনও জানা যায়নি।
রেড্ডিট, অ্যামাজন, টুইচসহ বিশ্বের প্রথম সারির গণমাধ্যমের ওয়েবসাইটগুলো হঠাৎ বিকল হয়ে গেছে। এসব ওয়েবসাইটে ঢুকতে গেলেই হোমপেইজে ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল’ বার্তা দেখায়।
এদিকে অ্যামাজন ডটকমের খুচরা পণ্য বিক্রির সাইটও একই রকম সমস্যায় পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে ভিপিএন ব্যবহার করে কিছু ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হচ্ছে বলে জানা যায়।