নোয়াখালীতে দু পক্ষের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার মোকামতলা বন্দরের বগুড়া-রংপুর মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের বগুড়া প্রতিনিধি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,মোকামতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল আমীন, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, মোহনা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি আতিক রহমান, বার্তাবাজারের সোনাতলা-সারিয়াকান্দি প্রতিনিধি মিনহাজুল বারী মীম, দৈনিক নয়াদিগন্তের শিবগঞ্জ প্রতিনিধি খলিলুর রহমান, ভোরের ডাকের শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা রানা,দৈনিক উত্তরের দর্পণের মোকামতলা প্রতিনিধি আবু জাফর ইকবাল, জয়যুগান্তরের শিবগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম রবি, দৈনিক সংগ্রামের শিবগঞ্জ প্রতিনিধি ফারুক হোসেন, বাংলাদেশ জার্নালের বগুড়া প্রতিনিধি জিএম মিজান, দৈনিক মহাস্থানের শিবগঞ্জ প্রতিনিধি বাকী বিল্লাহ্ ,দৈনিক আমার সংবাদের সোনাতলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক ,বাংলাদেশ প্রেসক্লাবের সোনাতলা উপজেলা সভাপতি আহমেদ বিকাশ,সিএনএন বাংলার স্টাফ রিপোর্টার জাহিনুর রহমান,মুক্তবার্তার স্টাফ রিপোর্টার গোলজার রহমান, দৈনিক মুক্ত সকালের জেলা প্রতিনিধি ইমরান হোসেন,রুহুল আমিন প্রমুখ।
মানববন্ধনে বার্তাবাজারের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন হত্যার সূষ্ঠ বিচার দাবি করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।