যশোর প্রেসক্লাবে সভাপতি পদে পুনরায় জাহিদ হাসান টুকুন ও সম্পাদক পদে এসএম তৌহিদুর রহমান (৬৪ ভোট) নির্বাচিত হয়েছেন। সোমবার দিনব্যাপি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কাজী ফরিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৯৮ জন সদস্যই ভোটাধিকার প্রয়োগ করেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু ( ৫৪ ভোট) ও নূর ইসলাম (৫২ ভোট), যুগ্ম সম্পাদক পদে সরোয়ার হোসেন (৫২ ভোট) ও হাবিবুর রহমান মিলন (৪৯ ভোট), কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন (৫৫ ভোট), দপ্তর সম্পাদক তৌহিদ জামান (৫০ ভোট), সাংস্কৃতিক ও সমাজ সেবা সম্পাদক তহীদ মনি (৫৯ ভোট) নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে ছয়জন- শহীদ জয় (৭১ ভোট), শিকদার খালিদ (৬৭ভোট), জাহিদুল কবীর (৬৫ ভোট), ফিরোজ গাজী (৬১ ভোট), কাজী আশরাফুল আজাদ (৬০ ভোট) ও সাজেদ রহমান (৫৫ ভোট) নির্বাচিত হয়েছেন।