English

20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
- Advertisement -

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজন নিয়ে বিনোদন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

- Advertisements -

২৩ এপ্রিল বিকেলে ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালা নিয়ে বিনোদন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বৈশাখী টিভি ভবনে প্রায় অর্ধশত বিনোদন সাংবাদিকদের উপস্থিতিতে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষদের কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। তবে এবারের ব্যতিক্রমী আয়োজনে সবশ্রেনীর দর্শক যে বিনোদিত হবে এতে কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে ১৮টি নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন।

বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন দেবলিনা সুর, খুরশিদ আলম, দিনাত জাহান মুন্নী, অনুপমা মুক্তি, চম্পা বনিক, মৌটুসী, ঝিলিক।
ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’।

লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী সালমা ও তার দল, কর্ণিয়া ও মুহিন, বিন্দুকনা, অন্যা আচার্য্য ও সাদিয়া লিজা, সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস, অংকন ও আশিক, রাজিব ও হৈমন্তী রক্ষিত। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাসনুভা মোহনা, আফরিন অথৈ, অনন্যা প্রীতি, সানজিদা তন্বী, আইনুন পুতুল, ফারজানা তিথি ও ইশরাত জাহান জুঁই।

শাহ্ আলমের প্রযোজনায় এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়ার উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

দুপুর ১. ৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ফানি মোমেন্ট। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান।

ঈদের ৭দিন দুপুর ২.৪০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘বউ শাশুরির যুদ্ধ’। আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর, সোনিয়া প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘মনে প্রাণে আছ তুমি’। অভিনয় করেছেন মাহিয়া শাকিব খান, অপু বিশ্বাস, মিশা প্রমুখ। পরিচালনা জাকির হোসেন রাজু। ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজল প্রমুখ। ঈদের চতুর্থ দিন রয়েছে ‘জমিদার’। শাহীন সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, ডিপজল, রুবেল, সিমলা প্রমুখ।

ঈদের ৫ম দিন রয়েছে ‘মা আমার স্বর্গ’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, ববিতা, মিশা প্রমুখ। পরিচালনা জাকির হোসেন রাজু।
ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘এক জবান’। অভিনয়ে: ডিপজল, রেসী, জয় চৌধুরী প্রমুখ। পরিচালনা এফ আই মানিক।
ঈদের ৭ম দিন প্রচার হবে ‘বলো না ভালোবাসি’। অভিনয়ে- ফেরদৌস, পূর্ণিমা, শাবনূর, শাকিল খান প্রমুখ। পরিচালনা সোহানুর রহমান সোহান।

নাটকগুলোর মধ্যে ৭টি একক, এবং ৭ পর্বের ৪টি ধারাবাহিক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে। এবার ঈদে ৬টি নাটকেরই গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত গল্পকার বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এর মধ্যে ২টি একক ও ৪টি ৭ পর্বের ধারাবাহিক। একক নাটক ২টি হলো, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে, সাজিন আহমেদ বাবুর পরিচালনায় রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, শহীদুজ্জামান সেলিম অভিনীত ‘ফুর্তির ফসল’, সরদার রোকনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘পোস্টমর্টেম’ নাটকে অভিনয় করেছেন, এ্যালেন শুভ্র, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু প্রমুখ।
টিপু আলম মিলনের লিখা ৪টি ৭ পর্বের ধারাবাহিক হলো ফরিদুল হাসানের পরিচালনায় ‘হোটেল ফাইভ স্টার’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, অলিউল হক রুমি প্রমুখ। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় ‘ঈদ টুর্নামেন্ট’। এতে অভিনয় করেছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রাশেদ সীমান্ত, মিহি আহসান, অলিউল হক রুমি, শফিক খান দিলু প্রমুখ। হানিফ খানের পরিচালনায় ‘তেলবাজী কোচিং সেন্টার’। অভিনয় করেছেন জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, সারিকা, মিলন ভট্টপ্রমুখ। আকাশ রঞ্জনের পরিচালনায় ৭পর্বের অপর ধারাবাহিক ‘বার্থডে পুশিং’। এ নাটকে অভিনয় করেছেন- জামিল, স্বাগতা, ম ম মোরশেদ, আবদুল্লাহ রানা, রোজী সিদ্দিকী প্রমুখ।

অপর ৫টি একক নাটকের মধ্যে আসাদুজ্জামান সোহাগের রচনায়, জামাল মল্লিকের পরিচালনায় খায়রুল বাশার, সানজিদা প্রীতি, আবদুল্লাহ রানা অভিনীত ‘বাঁয়ে প্ল্যাস্টিক’, জহির আহমেদের রচনায় রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় ‘সাইরেন মানিক’। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাবিলা ইসলাম, সুচনা শিকদার প্রমুখ। মেঘ হিমের রচনা ও পরিচালনায় ‘প্রেম আমার’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিম তমা, সাবেরী আলম প্রমুখ। এনডি আকাশের রচনায় মজিবুল হক খোকনের পরিচালনায় ‘টিকটক বউ’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ প্রমুখ। সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় ঈদের সর্বশেষ একক নাটক ‘ খোদা হাফেজ ঢাকা’। সিদ্দিক ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন এক ঝাক নতুন মুখ।

বৈশাখী টেলিভিশনের নতুন কনসেপ্ট মেগা নাটক, যা বিগত দুই বছর যাবত প্রচার করে আসছে বৈশাখী টিভি। এবারও ঈদের ৭দিন রাত ১১.৩৫মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। ঈদের প্রথম দিন প্রচার হবে আকাশ রঞ্জন পরিচালিত সাজু খাদেম, অহনা, নাজিরা মৌ, কচি খন্দকার অভিনীত ‘ব্রেক ফেইল-৩’, দ্বিতীয় দিন শামীম জামান পরিচালিত মোশাররফ করিম, শখ, শামীম জামান, আ খ ম হাসান, ফারুক আহমেদ অভিনীত ‘চশমা পরিবার’, তৃতীয় দিন ফরিদুল হাসান পরিচালিত নাজিরা মৌ, সজল, জামিল, বড়দা মিঠু অভিনীত ‘সুন্দরী বাঈদানী’, চতুর্থ দিন রয়েছে হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালিত পপি, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে’, ৫ম দিন প্রচার হবে এস এম শাহীন পরিচালিত ফজলুর রহমান বাবু, ফারজানা ছবি, নাদিয়া আহমেদ অভিনীত ‘মফিজের লাইফ স্টাইল’, ৬ষ্ঠ দিন রয়েছে আহমেদ রোহান রুবেল পরিচালিত জাহিদ হাসান, নাবিলা, মাহা, সারিকা সাবা, জামিল অভিনীত ‘দ্য জেণ্টলম্যান’ এবং ৭ম দিন প্রচার হবে অঞ্জন আইচ পরিচালিত তারিক আনাম খান, প্রভা, নাবিলা ইসলাম, ফারুক আহমেদ অভিনীত লাকী ভাই লিঃ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন