ঢাকায় কর্মরত নোয়াখালী জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন ‘নোয়াখালী জার্নালিস্ট ফোরাম’ (এনজেএফ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৪-২০২৫ সালের দ্বি-বার্ষিক কমিটি গঠন হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ভয়েজ অব বাংলাদেশ ২৪.কম এর সম্পাদক জিয়াউল কবির সুমন এবং বাংলাবাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন মহিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে ১৭ মার্চ সংগঠনের বার্ষিক সাধারন সভা ও ইফতার মাহফিলে নতুন কমিটি গঠনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, সিনিয়র সাংবাদিক তরুণ তপন চক্রবর্তী ও এএসএম হানিফ। তিন সদস্যের এ কমিশন সর্বসম্মতিক্রমে আজ এ কমিটি অনুমোদন দেয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ একরামুল হক সায়েম (এটিএন বাংলা) ও মো: রফিক উল্যাহ (আমাদের অর্থনীতি)। যুগ্ম সম্পাদক –সৈয়দ মুশফিকুর রহমান (আজকের সংবাদ), অর্থ সম্পাদক- মো: রাজিব উদ্-দৌলা চৌধুরী (আমার বার্তা), সাংগঠনিক সম্পাদক- তাওহীদ আলম মিথুন (যমুনা টিভি), দপ্তর সম্পাদক- মো: নিজাম উদ্দিন হৃদয় (গ্লোবাল টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক- সওবিয়া সালসাবিল (এশিয়ান টেলিভিশন), তথ্য প্রযুক্তি সম্পাদক- মো: নাজমুল ইসলাম তানিম (আজকের পত্রিকা),
কার্যনির্বাহী সদস্যরা হলেন,- মো: এরশাদ উল্যা লিটন (নিরাপদ নিউজ. কম), মহিউদ্দীন আহমেদ (দেশ টিভি), উম্মুল ওয়ারা সুইটি (দেশ রূপান্তর), ফিরোজ আলম মিলন (আমাদের অর্থনীতি), সাঈদুল হোসেন সাহেদ (সরাসরি), হাসান মাহমুদ (এনটিভি), হেদায়েত উল্লাহ সীমান্ত (এস এ টিভি), আব্দুল মালেক (মানিক মিয়াজি) (চ্যানেল টিটি), মিজানুর রহমান (ভোরের কাগজ), মো: সামছুদ্দিন আহমেদ (ইত্তেফাক), মুস্তফা মনওয়ার হাসেম (গ্লোবাল টিভি)। উল্লেখ্য, ২০১২ সালে নোয়াখালী জার্নালিষ্টস ফোরাম, ঢাকা গঠিত হয়।