English

21 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

নিরাপদ নিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

- Advertisements -

অদ্য ০৬/০২/২০২৫ইং তারিখ বৃহস্পতিবার বেলা ১২.৩০ঘটিকায় নিরাপদ নিউজ অনলাইন নিউজ পোর্টাল এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইওয়ে পুলিশ বগুড়ার রিজিয়ন বগুড়ায়, পুলিশ সুপারের কার্যালয়ে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিরাপদ নিউজ এর সাব এডিটর মোঃ রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়ার, পুলিশ সুপার জনাব, মোঃশহিদ উল্লাহ্ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। নিরাপদ নিউজ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হাইওয়ে পুলিশ সুপার বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে সংবাদ পরিবেশনের মাধ্যমে নিরাপদ নিউজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সংবাদ পরিবেশনের কারণে নিরাপদ নিউজ ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। আমি নিরাপদ নিউজ এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সাথে পুলিশ সুপার নিরাপদ নিউজ এর প্রধান সম্পাদক ইলিয়াস কাঞ্চনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার উপদেষ্টা জনাব মোঃ মোস্তাফিজার রহমান। তিনি বলেন, নিরাপদ নিউজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সব ধরণের সংবাদ পরিবেশন করে আসছে। তবে সড়ক দুর্ঘটনা বিষয়ক সংবাদকে অধিক গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়। ‘সত্য ও ন্যায় প্রকাশে প্রতিদিন, নিরাপদ সড়কে আপোষহীন’ এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ নিউজ সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে অঙ্গীকারবদ্ধ।

আলোচনা সভায় বিভিন্ন উপজেলা প্রতিনিধি বক্তব্য রাখেন। এবং সকলের বক্তব্য থেকে কিছু বিষয় উঠে আসে সড়ক নিরাপত্তায় হাইওয়ে পুলিশের ভুমিকা পালনে নানা আহবান জানান বক্তারা। সকলের বক্তব্যের পরিপেক্ষিতে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বগুড়া পুলিশ সুপার জনাব মোঃ শহিদ উল্লাহ (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। ঢাকা-বগুড়া মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন এবং মহাসড়কের উপরে পাথর, ইট, বালি বা অন্যান্য নির্মাণ সামগ্রী রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভা শেষে হাইওয়ে পুলিশ সুপারের সার্বিক সহযোগীতায় দরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন