হাসিনা হারভীয়া
*****************************
আমরা চাই নিরাপদ সড়ক
আজ কাল সকালে ঘুম থেকে উঠেই
পত্রিকার পাতা খুলেই দেখা যায়..
সন্তান হারানোর চিৎকার,
অসহায় মা বাবার আর্তনাদ
আর কত দেখবো আমরা রাস্তার পাশে
আহত রক্তাক্ত হয়ে পড়ে আছে আমার
হাজারো মা বাবা, ভাই, বোন, আমাদের
আপন জন।
আমরা চাইনা, সড়ক দু্র্ঘটনায় আর কারর
অকাল মৃত্য, আমরা চাই নিরাপদ সড়ক,
আর কত দেখতে হবে, সড়ক দৃ্র্ঘটনায়
বাবা মার বুক খালি, কান্নার চিৎকার আর,
আর কত দেখতে হবে আহাজারি,
অনিরাপদ সড়ক চাইনা,
আমরা চাই নিরাপদ সড়ক।
আমার বোনের কেনো হবে, গাড়ির চাপায়
অকাল মৃত্য? আমার ভাই বাড়ির বাইরে যায়,
হাসি মুখে, কেনো তাকে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে
বাড়ি ফিরতে হয় গাড়ির চাপায়, লাশ হয়ে?
আমরা নিরাপদ সড়ক চাই,
আমরা বাঁচতে চাই, সুন্দর একটা জীবন চাই,
আমরা চাইনা, আমার বোন গাড়ি চাপায়,
রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লাশ হয়ে পড়ে থাক,
আমরা নিরাপদ সড়ক চাই।
*****************************************
ভালোই হয়েছে তবে সড়ক হত্যা কে দু্র্ঘটনা বলবেন না