জ্যেষ্ঠ প্রতিবেদক: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক, লেখক, সংগঠক এ কে আজাদ-এর প্রথম গ্রন্থ ‘চলচ্চিত্রের ৫০ কিংবদন্তী’।
আমাদের বাংলা চলচ্চিত্রকে মেধা ও কর্মে সমৃদ্ধ করেছেন যারা, সেসব কিংবদন্তি গুণীজনদের মধ্যে প্রাথমিকভাবে ৫০ জনের কর্ম ও জীবন এবং চলচ্চিত্রে তাদের অবদানের কথা সংক্ষেপে তুলে ধরা হয়েছে এই গ্রন্থে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিদের তথ্যভিত্তিক জীবন ও কর্মের সংক্ষিপ্ত দালিলিক গ্রন্থও বলা যেতে পারে এটিকে।
চলচ্চিত্র সংসদকর্মী- সাংবাদিক ও সমাজকর্মী এ কে আজাদ’র বর্তমান কর্মস্থল- চ্যানেল আই। তিনি বর্তমানে চিত্রালী পাঠক- পাঠিকা চলচ্চিত্র সংসদ (চিপাচস)-এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম- মহাসচিব, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) ও শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা’ সদস্য। এছাড়াও ছিলেন চিত্রালী পাঠক ফোরাম’র সাবেক সভাপতি।
‘চলচ্চিত্রের ৫০ কিংবদন্তী’ গ্রন্থটি প্রকাশ করেছে ভাষাচিত্র। আজ থেকে পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ভাষাচিত্র’র ৩৩ নম্বর প্যাভিলিয়নে।