মায়ের মতো উজ্জ্বল বোন
কামাল বারি
**************************
সৌভাগ্যের মতো সবুজ সুন্দর মুখ;
আমাদের মায়ের মতো উজ্জ্বল বোন;
থরে বিথরে সাজানো ফসলের হাসি;
পলিশোভিত বাংলার প্রাণের প্রতীক!
মানবিকতার পতাকা তোমার হাতে—
দাঁড়িয়েছো বিশ্বসভায়— শান্তির দূত!
তোমার হৃদয়ে অপার বেদনা রেখা—
আজ সমগ্র পৃথিবীর আলোকরশ্মি!
বাঙালি জাতির উজ্জ্বল স্মারক তুমি;
মুক্তিকামী বিশ্বমানবের কণ্ঠস্বর…!
তোমার নির্ভীক মুখে চেতনার আলো;
এইতো আমাদের আস্থার বসবাস…!
হাজার শঙ্কটে তোমার তেজস্বী হাত—
মানুষের কল্যাণে জাগ্রত অহোরাত..।
***************************
কবি-পরিচিতি
কামাল বারি
পেশা : সাংবাদিকতা।